দিল্লীতে মুসলমানদের উপর হামলার প্রতিশোধ নেবার ঘোষনা দিয়ে বাংলাদেশে মন্দির ভাঙচুর

পটিয়া ধলঘাট ক্যাম্প এ শতবছরের ঐতিহ্যবাহী শ্রী শ্রী দূর্গা মন্দিরে প্রতিবছর এ শারদীয় দূর্গোৎসব পালিত হয়” উক্তস্থানে মন্দির নির্মাণে দূর্গাপূজা কমিটি ও ভক্তবৃন্দরা ইতিমধ্যে ইট বালি” কংকৃট অানা হয়েছে” এমতবস্থায় অাজকে জুমার নামাজের পর একদল দুস্কৃতকারী ন্যাক্কারজনকভাবে মন্দিরে হামলা চালায়” এমন ঘটনা সনাতনীদের মনে ক্ষোভের সৃষ্টি হয়েছে”” ইতিমধ্যে প্রসাশনের কর্তা ব্যক্তিদের নিয়ে প্রধানমন্রীর হুইপ পটিয়ার এমপি শামসুল হক চৌধুরী ঘটনাস্থলে উপস্থিত হয়ে” ঘটনা পর্যবেক্ষণ করেছেন এবং প্রশাসনকে ব্যবস্থা গ্রহণ করতে বলেছেন।

হিন্দু মন্দিরে হামলা ও প্রতিমা ভাংচুরের ঘঠনায় তীব্র প্রতিবাদ ও ক্ষোভ জানাচ্ছি এবং সাথে সাথে ঘঠনায় সম্পৃক্ত সকলে দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় এনে কঠোর শাস্তি নিশ্চিত করার জোড় দাবি জানিয়েছেন বিভিন্ন সংগঠন।

Source: সনাতন টিভি