চট্টগ্রামের বোয়ালখালীতে হিন্দু সম্প্রদায়ের ১১টি ঘর আগুনে পুঁড়ে ছারখার
চট্টগ্রামের বোয়ালখালীতে হিন্দু সম্প্রদায়ের ১১টি ঘর আগুনে পুঁড়ে ছারখার হয়ে গেছে, খবরটি আমরা কম-বেশি সবাই জানি কিন্তু আমরা কয়জনে তাদের খবর রেখেছি? কয়জনে তাদের সাহায্য-সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছি?
আমরা কি করছি? আমরা সব নিজেদের জন্য করছি। আমরা ভুলে গেছি জীবের সেবা করলে ঈশ্বরের সেবা করা হয়। আমরা চাইলে কিছু একটা অবশ্যই করতে পারি।
👉আসুন সবাই মিলে অসহায়দের পাশে দাঁড়াই
অনলাইন ফেসবুক গ্রুপ-
♥সেবাই ধর্ম♥ পক্ষ থেকে ০৬/০৩/২০২০ ইং রোজ শুক্রবার বোয়ালখালী আগুনে পুঁড়ে যাওয়া পরিবারের মাঝে সহযোগীতার হাত বাড়িয়ে দিতে চাচ্ছি ।আমরা চাচ্ছি মুষ্টিময় অসহায় পরিবারের পাশে দাঁড়াতে, আমরা চাচ্ছি দরিদ্র মানুষগুলোর মুখে কিঞ্চিত হাসি ফোঁটাতে। এই কাজে একাত্মতা ঘোষণা করেছে♥পথের ফুল♥ গ্রুপও। তাঁরাও সাহায্য-সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে, তারা শুক্রবারে ঘটনাস্থলে গিয়ে অনুদান প্রদান করবে।
অসহায়ের মুখে হাসি ফুটানোর
জন্য আপনিও পারেন আপনার স্থান হতে
সাহায্যের হাতটি বাড়িয়ে দিতে।
আপনিও পারেন এ মহান কাজে
আপনার সামর্থ্যানুযায়ী সাহায্য-সহযোগিতার হাত বাড়িয়ে দিতে।
মনে রাখবেন,
আপনার দেওয়া একটু সাহায্যই
আমাদের লিস্টে অসহায়দের আরো একটি বা দু’টি নাম যোগ করতে,আপনার একটু সাহায্যই পারে আরো দুটি বা একটি অসহায়দের মুখে হাসি ফুটাতে।
এ কাজে যত বেশি মানবিক মানুষেরা সাড়া দিবে,
তত বেশি অসহায়, দরিদ্র অসহায় মানুষের মুখে হাসি ফুটবে।
আসুন,
পাশে দাঁড়াই অসহায়দের ।
হাসি ফোঁটাই তাদের ঠোঁটে।
আসুন,
চেষ্টা করি অসহায় দরিদ্রদের জন্য।
যেনো তাদের মুখে হাসি ফুঠক।
সাহায্যের মাধ্যম বিকাশঃ
১➤ ০১৮১৮৮০৮০৯২(দীপায়ন চৌধুরী)
২➤
৩➤
বিঃদ্রঃ টাকা পাঠানোর আগে অবশ্যই এই নাম্বারে কল দিয়ে নিশ্চিত হয়ে নিবেন। এছাড়াও যারা ঘটনাস্থলে আমাদের সাথে যেতে চান যেতে পারেন।
প্লিজ যারা সাহায্য করবেন তারা দ্রুত পাঠান।
♥হরে কৃষ্ণ♥