পনিরের তরকারি রান্না করুন কয়েক মিনিটেই
Hinduwap Archive: পনির এক স্বুসাদু দুগ্ধজাত খাবার। পনির দিয়ে তৈরি করা যায় নানা রকমের মুখরোচক খাবার। অনেকেই পনির খেতে পছন্দ করেন।
উপকরণ- আলু, পেঁপে, গাজর, বরবটি ও পটোল, তেজপাতা, কালিজিরা, লংকা, নারকেল, দুধ, পনির।
প্রণালি- সব সবজি বড় বড় করে কেটে নিতে হবে। অল্প তেলে সাঁতলিয়ে নিতে হবে। এরপর পনিরের টুকরা ছোট ছোট করে কেটে তেলে ভেজে নিতে হবে। এগুলো আলাদা বাটিতে উঠিয়ে রাখতে হবে। কড়াইয়ে তেল ও ঘি একসঙ্গে দিতে হবে।
এরপর তেজপাতা, সামান্য কালিজিরা, লংকার ফালি দিয়ে ফোড়ন দিতে হবে। তারপর এক কাপ দুধের মধ্যে একটু নারকেল মিহি করে বেটে দিতে হবে। এরপর ভালোভাবে কষিয়ে নিতে হবে। কষানো শেষে পনিরের টুকরাসহ সব উপকরণ কড়াইয়ের মধ্যে ঢেলে দিতে হবে। এভাবে পনিরের তরকারি তৈরি হয়ে যাবে।